কন্ট্রোল সিস্টেম পরীক্ষা

রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১১

আমি সাধারণত মন খারাপ না করার চেষ্টা করি। পরীক্ষা ভাল-খারাপ আমাকে খুব কমই স্পর্শ করে। কিন্তু আজ পরীক্ষা খারাপ হওয়ায় যথেষ্ট মন খারাপ হয়েছে। আমাদের মিডটার্মের প্রশ্ন হয় ১০০ মার্কসের ৭৫ এর উত্তর দিতে হয়। আমি সাধারণত পরীক্ষার আগে পড়িনা বেশি। তবে এবার পড়েছিলাম। প্রিপারেশান অনেক ভাল ছিল। ১০০ মার্ক্সের প্রশ্নের পুরোটাই কমন ছিল। তারপরও উত্তর দিতে পারিনি।

কারণটা সময়। আমি হাতে খুব কম লেখি। জাস্ট মুখে মুখে মিলায়ে শেষ। শেষ কবে যে খাতা কিনেছি আল্লাহই জানে। কলমের অবস্থাও সেইরকম। রুমমেটদের কলম দিয়েই বছর পার হয়ে যায় বলতে গেলে। আর কলমের দরকারই বা কি আমার? শুধু পরীক্ষাতে লাগে আর ক্লাশে স্যারকে দেখানোর সময়। একটা ক্লাশ লেকচারও তুলিনা নিজের হাতে। পরীক্ষার আগে ফটোস্ট্যাট। ব্যস, কাজ শেষ। আমি কতটা অলস এটা থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই।

এবার পরীক্ষার আগেও একই কেস। ফটোস্ট্যাট মুখে, মুখে দেখ্‌ এক্সাম প্রিপারেশান শেষ। ধরাটা খেয়েছি আজ এক্সাম হলে । প্রথম প্রশ্নটা কমপ্লিট করতে সময় লেগেছে ১ ঘন্টা। বাকি আধা ঘন্টায় ২ টার উত্তর দিতে হত। ১ টা পেরেছি আর সময় পাইনি। তখন খুব রাগ হচ্ছিল।

নাহ! এরকম আর করা যাবেনা। এখন থেকে প্রতিটা পরীক্ষার আগে যদি প্রতিটা সাবজেক্টের তিনটা করে মডেল টেস্ট না দিয়ে এক্সাম হলে গেছি তো…………

গরররররররররররররররররররররররররররররররররররররররররররর

সংগৃহীত কিছু ব্লগার টেমপ্লেট

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১১

ব্লগার টেমপ্লেটের অনেকগুলো সাইটে ঘোরাঘুরি করলাম আজ। বেশ কিছু সুন্দর টেমপ্লেট চোখে পড়লো। সেগুলোর ভেতর থেকে ভবিষ্যতে ব্যবহারের জন্য কিছু টেমপ্লেট এই ব্লগে তুলে রাখছি ।


ব্লগস্পট টেমপ্লেট ডাউনলোডের ৪০ টি সাইট

সুন্দর টেমপ্লেট বা থিমের ভীষন ভক্ত আমি। হাতে একটু সময় থাকলেই টেমপ্লেট খুঁজি। গুগলে সার্চ দিয়ে টেমপ্লেট খোঁজা বেশ কষ্টের কাজ। অধিকাংশ সময়ই একই টেমপ্লেট বারবার হাজির হয়। আজ হঠাৎ করে টেকটিউনসে আদিল ভাইয়ের একটা পোস্টে চোখ আঁটকে গেল। ব্লগারের টেমপ্লেট ডাউনলোডের জন্য একসাথে ৪০ সাইটের এড্রেস দেওয়া আছে। ইমেজ ফরম্যাটে থাকায় আমার কাছে সেটা অসুবিধাজনক লাগলো। নিজের দরকারেই সাইটগুলোর এড্রেস তুলে রাখছি এখানেঃ

প্রয়োজনীয় কিছু ইউনিকোড সিম্বলস

একটা পোস্টকে সুন্দর করে সাজাতে কিছু অক্ষর খুঁজেছি হন্যে হয়ে। পোস্টে অ্যারো সাইন ( ➜ ) যোগ করার জন্য গুগলে খুঁজেছি কতবার !!! আমার এই খোঁজা খুঁজির আর দরকার নাই এখন থেকে। :)

ব্লগের বা ফেইসবুকের লেখাগুলোকে মনের মতো করে সাজাতে ইউনিকোড সিম্বল ব্যবহার করতে পারি আমরা। সামহোয়্যারইন, ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট এর মত প্রায় সবগুলি ব্লগ এই ক্যারেকটারগুলো সাপোর্ট করে বলে সেটা করতে কোন সমস্যা হবে বলেও আমার মনে হয় না :D

ইউনিকোড সিম্বলগুলোর একটা লিস্ট পেলাম উইকিপিডিয়ায় । ভবিষ্যতে সহজে ব্যবহারের জন্য তুলে রাখছি এখানেঃ

কিছু ইসলামিক বই ডাউনলোড



ইন্টারনেটে একটু খুঁজলে কোরআনের অনেক অনুবাদ পাওয়া যাবে, তবে আমার কাছে সবচেয়ে সুবিধাজনক যেটা মনে হয়েছে সেটি হচ্ছে “যিকর” একটা সফটওয়্যার। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলায় যে কোন কিছু লিখে সার্চ করলে আরবী আয়াতসহ পাওয়া যায় । যেমন ধরুন, কোরআনে “নারী” সম্পর্কে কিছু আয়াত ও এর অর্থ দরকার আপনার। সেখানে নারী লিখে সার্চ দিলেই এই সম্পর্কিত প্রায় সব আয়াত অর্থ ও সুরার আয়াত নম্বরসহ পেয়ে যাবেন আপনি। এ সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। Zekr, জাভা এবং সোলাইমানলিপি একসঙ্গে ডাউনলোড করুন এখান থেকে (২০ মেগাবাইট)। এরপর উপরে বর্ণিত লিংকের নিয়ম অনুযায়ী ইন্সটল করে নিন আপনার কম্পিউটারে।

 
রনি পারভেজের রোজনামচা - by Templates para novo blogger - Tested by Blogger Styles | Airline Credit Cards