কিছুক্ষন আগে যে দুঃস্বপ্নটা দেখলাম

বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০১০

অনেক স্বপ্নেরই আগা, মাথা কিচ্ছু থাকেনা। এক জায়গার সাথে আরেক জায়গাকে মিশিয়ে ফ্যালে। এই স্বপ্নটাও অনেকটা সেরকম। বিজন আর আল-আমীন আমার আইইউটির ক্লাশমেট আর স্বপ্নের ঘটনা ঘটেছে আমাদের গ্রামে মানে আইইউটি থেকে প্রায় ৫০০-৬০০ কিলোমিটার দূরে। সাধারণত তাদের সেখানে উপস্থিত থাকার কোন সম্ভাবনা নাই। কিন্তু স্বপ্নে তারা সরাসরি উপস্থিত সেখানে। যাহোক, মূল ঘটনায় আসি।

আমাদের গ্রামে একটা বেসরকারী প্রাইমারী স্কুল আছে। সেখানে কোন একটা রাজনৈতিক দলের সমাবেশ আহ্বান করা হয়। দূর্ভাগ্যবশত আমার সেটা মনে ছিলনা। ঘুম থেকে উঠার পরই (স্বপ্নে) আম্মু বললো একটু দামপুরা যাব, আমার সাথে চল। বের হলাম। কোথা থেকে যেন বিজন আর আল-আমীনও সেখানে। সেখানে একটা পিটিআইয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি (বাস্তবে সেখানে কোন পিটিআই নেই) । সেখানে দাঁড়িয়ে আমি আর আম্মু স্মৃতিচারণ করছি।

প্রার্থনা

প্রার্থনা কবিতাটা সর্বশেষ পড়েছি সম্ভবত ক্লাশ সেভেনে থাকতে। আজ এত বছর পর আবার কবিতাটা পড়তে ইচ্ছা করছে। আল্লাহর কাছে আমাদের চাওয়ার কোন শেষ নেই। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করুক এই দোয়া করি। অনেক খুজে কবিতাটা বের করলাম। কবিতাটা থাকুক আমার ব্লগে-

প্রার্থনা
সুফিয়া কামাল

তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কণ্ঠে গান
সকলি তোমার দান।

মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ।

তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সৎ পথে চলি
কত ভাল তুমি, কত ভালোবাস
গেয়ে যাই এই গান।

 
রনি পারভেজের রোজনামচা - by Templates para novo blogger - Tested by Blogger Styles | Airline Credit Cards